আজব এই পৃথিবীতে মানুষ চেনা দায়
কে ভালো কে খারাপ বুঝবো কেমনে হায়,,
মুখোশের আড়ালে সব করে যাচ্ছে অভিনয়
নিজের স্বার্থের জন্য যেন নতুন এক পরিচয়,,


স্বার্থবাদী পৃথিবীতে সব স্বার্থপর মানুষের ভীড়
কোথাও যেন পাচ্ছিনা খুজে একটু সুখের নীড়,,
স্বার্থবাদী মানুষ গুলো স্বার্থ হাছিলে ভীষন বেস্ট
অন্যের মাথায় কাঁঠাল ভেঙ্গে সর্বনাশে লিপ্ত,,


মুখে তাদের মিষ্টি কথা মনে বিষের ছোয়া
তাদের পাশে আসলে লাগে সর্বনাশের হাওয়া,,
বিশ্বাস তারা ভাঙতে পারে নিজের স্বার্থের জন্য
করতে পারে সবার ক্ষতি যেকোন কিছুর জন্য,,


মানুষ চেনার যন্ত্র যদি হত আবিস্কার
দেখে নিতাম কার মন কতটা পরিষ্কার,,
মানুষের মাঝেই থাকে ভালো আর খারাপ
চিনে নিতাম জেনে নিতাম দুইয়ের তফাত,,


একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: shahadat.hossaiin@gmail.com