তুই আমার শরীর বলতে
কি বুঝিস বল তো  ??
চাহিদা আর ভোগের কিছুটা অংশ

তুই আমার শরীর বলতে
বুঝিস লালসার শিখার
ভালবাসার এখানে নেই কোন দরকার

যখন বলেছিলি আমাকে
প্রচন্ড ভালবাসিস তুই
অনেক বেশি বিশ্বাস করেছিলাম তোকে

শরীরের খুদাটা মিটে গেছে যখনি
নতুন এক রুপে তোকে সাজালি তখনি
দু চোখের জলের কোন দাম ছিল না

হায়নার মত নিজেকে করেছিস তৃপ্ত
নতুন এক শরীরের আশায় তুই খুদার্ত
এটাই হল তোর মিথ্যে ভালবাসার নাম

তোর শরীর খুদা থাকবে এমন বিদ্যমান
আর তুই বলে যাবি সব ভালবাসাই সমান ।।

একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: shahadat.hossaiin@gmail.com