আমার হৃদয়ের স্বপ্নকে তুচ্ছ করে
আরেকটি হৃদয় সাজানোর লক্ষে
আমার মনের অজান্তে
তুমি আজ চলে যাচ্ছো দূর দিগন্তে।
     নতুন স্থানে চলেছো হাসি মুখে
     না পাওয়ার বেদনা পাথর হয়েছে বুকে
     তোমার প্রেমের কতনা স্মৃতি
     থামিয়ে দিল জীবনের গতি।
থেমে গেছে প্রকৃতির কোলাহল
চোখের অশ্রু করছে টলমল
নিরাশিত এ জীবন
পরেছে কষ্টের কাকন।
    স্বপ্নঘেরা দীপ্তিময় দুটি  চোখের সামনে
    এক ঝাক সুখের পায়রা মেলে দিয়েছে ডানা
    অনন্ত সেই সুখের আশায় চলেছো তুমি
    তাইতো আজ করবোনা কোন মানা।
তোমার আনন্দের আগমন
চলতেই থাকুক অভিরাম
আমার কথা নাহয় একবার ভাব
তোমাকে ভালবেসে আজ কি পেলাম।
    পেয়েছি এক সাগর চোখের জল
    আর দুখে জর্জরিত একটি নীল আকাশ
    সে আকাশে কাল মেঘের মত ভাসে
    আমার কষ্টের দীর্ঘশ্বাস।
রংধনুর সাত রং দিয়ে নব বধু সেজেছো
সাজিয়েছো সুখের বাসর
আমি রোদ বৃষ্টিকে সাথী করেছি
বাবু পাখির মতো গড়েছি কষ্টের কুড়ে ঘর।
    ক্ষনে ক্ষনে সে ঘরে বইবে ধমকা হাওয়া
    বইবে কাল বৈশাখি ঝড়
    ঝড়ের কষাঘাতে ভেংগে পড়বে
    হৃদয়ের প্রতিটি পাজর।