হে নীল  আকাশ
উধার পৃথিবী
তুমি কি,আমার মত
নিজের দুঃখে নিজে জর্জরিত,
কাউকে দেখানো যাচ্ছেনা
হ্রদয়টা কত ক্ষত বিক্ষত।
তুমি তোমার দুঃখ গুলো
কালো মেঘে রুপান্তর করে
আকাশে ভাষাও,
হালকা করে দিচ্ছ কিছু কষ্ট
বৃষ্টির মত মাটিতে পড়ে।
আমিতো তাও পারছি না
নিজের কষ্ট নিজের বুকে
একটুও দেখছেনা পৃথিবীর লোকে,
অসহনীয় আগুনে পুড়ে পুড়ে
একদিন নিঃশেষ হয়ে যাব।
যাদের আশ্বাসে মনের পৃথিবীটা
সুন্দর করে গড়ার কথা ছিল
সে সকল মানুষ গুলো
এখন আর পাশে নেই
স্বার্থের টানে তারা আজ অনেক দূরে।
বড় নিঃসংগ লাগে নিজেকে
কি করে  সামনের দুগর্ম পথটি পার হব
নাকি সুতা ছেড়া ঘুরির মত উরে উরে
কোন এক পাহাড়ের চূড়ায়
ধাক্কা খেয়ে বরফে ঢাকা পড়ে রব!