জীবন
এস এম শাহ্ আলম


এ আমার কেমন জীবন
হ্রদয়ে গুপ্তচর হাজারো কান্না নিয়ে
আত্নার আর্তনাদকে সাথী করে
জীবন চলার মাঝ পথে এসে হারিয়ে গেলাম।


আমি আমার কষ্ট গুলোকে
নদীর ঢেউয়ের মত করে
নিজেই নিজের গায়ের সাথে
একাকার করে দেই।


দু চোখের লোনা জল গুলোকে
বৃষ্টির মত করে
বুকের যন্ত্রণাকে দুয়ে মুছে
একটু নতুন স্বপ্ন দেখি।


সান্তনার একটু মেঘের আভা
যখন মাথার উপরে আসে
ছোট খাটো কত অদৃশ্য স্মৃতি
ঝড়ের রুপে ম্লান করে দেয় আমাকে।


তবেকি?কখনো পাবনা সুখের সন্ধান
ফিরেকি?আসবে না সোনালী হাসি
আঁধার নিশিতে কাটবেকি এজীবন
একটুওকি পাবনা চাদরে কিরণ।


বিধাতার সাথে যদি হইতো আমার
আলাপ আলোচনা
এপারে থাকার আর সাদ হচ্ছে না
পরপারে যাওয়ার জন্য করতাম প্রার্থনা।


পৃথিবী নামক এই ফুলের বাগানে
নিত্য নতুন কত ফুল  ফুটে
  প্রকৃতির নিয়মে
কিছু কিছু ফুল প্রতি দিন ঝরে।


আমার এজীবন
ঝরে পরা ঐ ফুলের মতন
ফুটবো আবার ঝরবো
এভাবেই চলবে সারা জীবন।