ভোরের নিস্তেজ সূর্যের আলো
সবুজ ঘ্যাসে সোনালী শিশির
তার উপর খালি পায়ে হেটে হেটে
অগ্রসর হলাম সামনের দিকে
নরম মিওিকার নরম ছোয়ায়
মনটা করে দিয়েছে চঞ্চল।
নির্জন নদীর পাড়ে
দিগন্ত জোড়া পড়ন্ত বিকেলে
দক্ষিনা কোমল বাতাস
উর্দ্ধে নীল আকাশ
যেন  স্বর্গের একটি দৃশ্য
নদী মাতৃক এই অঞ্চল।
চির সবুজের সমাহার
অপূর্ব রুপের বাহার
পাল তোলা নৌকা নদীর বুকে
শাড়ি শাড়ি চলছে মনের সুখে
কাশ বনে কাশ ফুল
হাওয়ায় হাওয়ায় উড়ে।
মাতৃ ভূমির ভালবাসার বেড়া
শৈশবের স্মৃতিতে গেরা
মায়ের মত গ্রামটা ভুলে
কত দিন  থাকব শহরের চার দেয়ালে
চির নিদ্রায় শায়িত হলে
একদিন আসতে হবে ফিরে।