বছর গড়িয়ে গেলও আজও মনে পরে
অতীতের সেই  স্মৃতি।


পদ্ম নদীর  দ্বীপে
গড়ে ওঠা  ছোট্ট একটি চর
বর্ষাকালে থৈথৈ  পানিতে ভরা
চৈত্রের কালে ভীষণ খরা।


এমন একটি দ্বীপে শীতের  শুরুতে
অচেনা মানুষের  আগমন
মৃদু মৃদু হাসি ছোট্ট ছোট্ট কথায়
একেমন মায়ার বাঁধনে বাঁধলে আমায়।


অচেনা মানুষ গুলো সঙ্গে করে
চলে গেলাম নদীর পাড়ে
কী মনোরম পরিবেশ অপরুপ দৃশ্য
আনন্দের সব কোলাহল যেন আমাদের ধারে ধারে।


পড়ন্ত বিকেলের সূর্যে লালচে লালচে আলো
কাঁশবনে ফুটন্ত সাদা সাদা ফুল
বিধাতা যেন নিজ হাতে সাজিয়েছেন
এ নদীর  কুল।


অচেনা  দ্বীপে  অচেনা মানুষ
এবং অচেনা  নদী
ছেড়ে যেতে বড়ই কষ্ট হচ্ছে
হয়তো আবার দেখা হবে ভাগ্যে থাকে যদি।


কুয়াশার  চাদর পড়ে
সেই শীত  আজও আসে
আকাঁ বাকা নদীর বুকে
মাছ ধরার  নৌকা গুলো আজও চলে।


প্রকৃতির নিয়ম ধারায়
সেই  ফুল  আজও ফুটে কাঁশবনে
শুধু  আমি নেই
অচেনা মানুষ গুলোর মনে।