পাশাপাশি বসা
অল্প অল্প আাওয়াজে কথা বলা
ছোট্ট ছোট্ট দুষ্টমির মাঝে
মধুময় কিছু সময় কেটে গেল।


আনন্দ মিশ্রিত এই ক্ষনিকের ভিতর
আবেগের ঘুমন্ত ভালবাসা
বৃক্ষের মত কচি পাতা মেলে
আস্তে আস্তে জাগ্রত হল।


এ দেহের শিরা উপশিরা, রক্ত কনিকা
তোমাকে পাবার আশায় অপেক্ষারত
একটু দেখার জন্য দুটি নয়নে
অশ্রুর বন্যা হচ্ছে প্রবাহিত।


হৃদয়ের দূর দূরান্ত জুড়ে মরুভূমির শূন্যতা
বালু আর বালুতে একাকার
বিশাল এই নিঃসংগতা পূরনের জন্য
তোমার ভালবাসা বিষন দরকার।


মনের মাঝে যখন
একটু নিস্তব্ধতার ছায়া আসে
মুহূর্তের মধ্যে তোমার স্মৃতি গুলো
মনের আকাশ জুড়ে মেঘের মত ভাসে।


এ মন তোমাকে গভীর ভালবাসে
বলতে পারছেনা ব্যর্থ হওয়ার আশায়
মৃত্যু পথ যাএীর মত,মূমুর্ষ রোগীর মত
অন্তিম মুহূর্তে ও তোমাকে ভালবাসতে চায়।