দিন চলে যায় কষ্টের মাঝে
দুখের আঁধার নিয়ে সন্ধ্যা নেমে আসে
সান্তনার সামান্য উপদেশ নিয়ে
জেগে ওঠে  সোনালী ঐ চাঁদ।


প্রেমের অভিনয়ে
হৃদয়টি কেড়ে নিলে
ছলনাতে মিটিয়ে দিলে
ভাল বাসার স্বাদ।


বন্ধ আমি করব না,এই দুটি নয়ন
দেখব তোমার পথ চারন
পাহাড়ি ঝর্ণার মত ঝরবে
চোখের অশ্রু বর্ষন।


যদি তোমাকে না পাই
অভিশপ্ত নয় তোমার প্রতি
ভাল বেসেছি ভাল বাসবো
থামবেনা কোন গতি।


নদী যদি হারায় স্রোত
সাগর যদি হারায় গভীরতা
আমি কেন?পারব না মেনে নিতে
প্রেমের ব্যর্থতা।


না পাওয়ার এক বুক কষ্টকে সাথী করে
পথ চলব পথিকের বেশে
জীবন চলার পথে দেখা যদি হয় তোমার সাথে
দেখে নিও কত সুখে আছি তোমাকে ভালবেসে।