গভীর নিদ্রায় নগর নিদ্রায়িত
শুধু জেগে আছি আমি
আর ভাবছি
কোথায় কি ভাবে
কেমন আছো তুমি।
তুমি যতই অহংকার কর
তার পরেও তোমাকে ভালবাসি
নিজেকে যতই সুন্দরী ভাব
মনে রেখো মানুষের জীবন কিন্তু
নিতান্তই ক্ষনস্থায়ী।
জীবনের শেষ ডাকে সব কিছু ত্যাগ করে
একদিন হবে যেতে
তাই ক্ষনকালিন জিবনে
হ্রদয়টি উজাড় করে
একটু ভালবাসলে দোষ কি তাতে।
বিরহ মিলন,হাসি ও অশ্রুময় জীবনকে সাথী করো
ত্যাগ কর নিষ্ঠুরতা
যদি না পাই তোমায় থাকতে হবে একা
তোমার ভালবাসার হাত বাড়িয়ে
দূর করে দাও নিসংগতা।