এক অনাবিল আশা ও রঈিন স্বপ্ন
হৃদয়ে ধারণ করে
বেশ কয়েকটি বছর আনন্দেই কেটেছে
সেই আনন্দের আকাশটা মেঘলা করে
তুমি আজ চলে গেছো।


ক্ষনে ক্ষনে তোমার অভিনয়কে
আজও প্রসংসার সাথে স্বরন করি
কেননা তোমার অল্প দিনের হাসিতে
আমার জীবনটা পরপারে চলে যাবে
কাঁদিতে কাঁদিতে।


তুমি প্রেম নিয়েছো,মন নিয়েছো
সব কিছু নিলে কেড়ে
নিদ্রা হীন  দুটি চোখে অশ্রু জড়ালে
সর্ব নাশী পদ্মাকেও তুমি
বিষন ভাবে হার মানালে।


পদ্মায় হয়তো ভাংগে বসত বাড়ি ঘর
আবার চলে যায় মানুষ, যেখানে জাগে চর
সাজানোর পর আবার সংসার হয়,
তোমার কড়াল স্রোতে যে ভাবে ভাংছে হৃদয়
তা আর কোন দিনও সাজানোর মত নয়।