দূরে কোথাও যাচ্ছে উড়ে নিকাহনামা
হঠাৎ পাখির ডানা থেকে রোদের ছায়া
মহব্বতের শিল্পকলায় বাড়ছে মায়া।


রোদের গায়ে ভিজে গেছে মেঘের জামা
তোমার মুখের বসন্তদাগ নিরুপমা
বৃষ্টি ছাটে আষাঢ়ে গান হচ্ছে জমা।


এসব যখন দেখি আমি মুগ্ধ চোখে
হারানো এক নস্টালজিক বিভিষিকায়
আমার ভাষা হারায় তখন অহমিয়ায়।


সা রে গা মার সুরে-সুরে ভীষণ রাতে
পেঁচার মুখে অবোধ বালক ঢিল ছোঁড়ে
খাচ্ছে তখন মনের ভেতর কুড়ে-কুড়ে।


.
২০/০২/২০২১ ইং-