ছেয়ে আছে পৃথিবীটা শীতের কুয়াশার মতন;
ধুলোর ঘ্রাণে মোড়ানো আলোর শহর-
কবিদের দাড়ি গোঁফে প্যাঁচানো নৈঋত থেকে পূবে
এক সময় চাঁদটাও কবিতায় উপমান হতো
এইসব তেজপাতাগুলো শুকিয়ে গিয়েছে সেই কবে!


এখন কবিতাগুলো লোলুপ হিংস্র সিংহ-শাবক
নির্জন জঙ্গল নয়! কবিতা সংকীর্ণতা চায় না;


অসীম পৃথিবীতে সে বিষম ঘ্রানের রক্ত চায়
সাপের পায়ের মতো গুপ্ত জালিমের-
যত্ন-আত্তি করা সব অপবিত্র স্নায়ু।