জলফুলে মেখে নিয়ে আরতির আবীর
কে তুমি নৈবেদ্য সাজাও ভাঙাচোরা জীবন দেউলে!
পূজারি নেই আর অভিসারি বৃন্দাবনে
নেই সেই  রাধিকা জলঘাট, শত সহচারী
নেই নায়রী বউ ঝিয়ারি, জারিসারি ভাটিয়ালি
নাব্যতা হারানো নদী নিজেই বিরহি এখন।
প্রতিক্ষায় থাকে তবু চাতক চোখ,
অনুলিখন নিয়ে ছোটে বালিকা মেঘদল,,
অপলক বসে থাকে পরম্পরা স্বজন,,
হে মেঘদূত মেঘ --তোমারি অপেক্ষায়!!