আকাশও বদলায় রঙ,পৌরাণিক ভাষা
বোঝে সময়ের চোখ
সভ্যতার অবগুন্ঠণ খুলে সেলফিয় আবেগে করি জীবনের  লেনদেন
কখনো বিদ্বেষী হই,কর্তব্যের কোটা পদ্ধতি নিয়ে
দ্বিধা দ্বন্দ্বে মাতি,বাকপ্রতিমায় যোগ করি
সৌহার্দ্যের  রাশিফল।
আস্থার অলংকরণ হলেও
হয় না প্রথাগত বোধের সংস্করণ
সাম্যহীন আদর্শের ভেতর
ঝুঁকিপূর্ণ কতো এস এম এস জমা হয়
ব্যর্থ জীবনের বিয়োগফল নিয়ে
পেশা বদলায় ভাবের মানুষ।