মনগ্রহে যোগ হয় পাওয়া না পাওয়ার গল্প..
তুমি মেঘস্বরে ডাকলেই পূজারি মন আকুল হয়
যুগলসন্ধি বাসনায় কেটে যায় প্রহর
শব্দের ফুল দিয়ে কবিতার মালা গাঁথি
তুমি সাজাও প্রেমের পান্ডুলিপি  |
কখনো জনমত যাচাইয়ের জন্য
পাঠ করো শুদ্ধ প্রেমের প্রতিবেদন
বিশ্বাসের পোষ্টারে  সাজাও
অনুভুতির দেয়াল
তাতে কারো কিছু যায় আসেনা ..
সময় যদি শুক..সারি আবেদন নিয়ে
প্রেমের মৃদঙ্গ বাজায় ....
জানি তুমি মোহন বাঁশিতে মগ্ন হবে
মন্দ্রিত সুর সাধনায়
একদিন ইচ্ছের মিছিল নিয়ে  
আমার আঙিনায় এসো .
প্রতিকূল অনুকূলের সংমিশ্রণ করে
আমিও দেখব সত্য কিংবা অসত্য প্রেমের বিকিরণ
শতাব্দী কেটে যাবে...
ডিজিটাল আবহাওয়া পরিশুদ্ধ প্রেমের
পূর্বাভাস দেবে ....
আমিও বিনোদিনী রাধা হয়েই সাজাব হৃদয়ের কুঞ্জবন ..!!