তোমাকে মুছতে গিয়ে মুছে গেল কত রাতের তারা
ডুবজলে ভেসে গেল কত প্রেমের পাণ্ডুলিপি । পরানের গহীনে হাসে
মাদক বাতাস । দারুচিনি স্বপ্নঘোরে কাঁদে বয়সি বৃক্ষ ।
কখনও কলস্বরে মাতে ঝিনুক সন্ধ্যা । দেখি বাক্যদান আবেশে তুমি
দিব্যি জলসা মাতাও নেশা মন্ত্রের তসবি হাতে ।
ভবঘুরে বিষাদে কাটে তমসা প্রহর, আমি চিন্তাহরণ ধ্যানের মহৌষধি
সেবন করে পরজন্মের সতীর্থ হই । কিছু বোঝার আগেই সুরতন্ত্রে বেজে ওঠে
তোমরা কুঞ্জ সাজাও গো ' ----!!