এক.
নষ্ট সময় বদলে ফেলে রঙে সাজাই মন
চোখে জ্বলে দ্রোহের আগুন পোড়ে মোহের বন
নৃত্যকলার অন্তরালে অস্তরাগের সুর
চিহ্নবিহীন পথের রেখা সে যে অসীম দূর!


দুই.
অজানাকে জানতে গিয়ে স্বপ্নলোকে উড়ি
বুকে ফোটে অস্থিরতার নরোম কোমল কুঁড়ি
কিষান বধূ বরন ডালা সাজায় চুপিসারে
মন-দরদী বিচ্ছেদী গায় অচীন নদীর পারে।