তুমি কি সেই রূপকথা মেঘ-
যখন তখন খুলতে পারো মন দরোজার তালা
নাকি তুমি শুদ্ধচারী পথিক কোন-
নিয়ম নীতির শেকল ভেঙে পরাতে চাও মালা!
তুমি কি সেই ব্রজের রাখাল-
ঘুম-নিশিথে বাজাও বাঁশি মিষ্টি মধূর সুরে
নাকি তুমি সূর্য-বালক
রোজ সকালে আলোর শিখা জ্বালো হৃদয় পুরে?


কন্যা  তুমি তাও জানো না-
আমি তো সেই মন মালাকর থাকি কাছাকাছি
গহীন গাঙে ভাসিয়ে ডিঙি আশায় বসে আছি
বলবে যেদিন তুমি
সবকিছুকে পিছন ফেলে আসবো তোমার পাশে
সূর্য-রোদের ছোঁয়া দেবো আনন্দে- উচ্ছাসে।