সহসা পড়তে যাই প্রকৃতির পাঠশালায়..
সবুজ পাতায় শব্দের নকশা আঁকি
আমাকে আবেশে দোলায় রাখালি বাঁশির সুর !
ধূসর মেঠোপথ ধরে হেঁটে যাই বহুদূর .....
শীতল ছায়া দেয় দেবদারু অশত্থ আর বয়েসী বটবৃক্ষ
ঠিক য়েন মায়ের মতো ...!
ক্লান্তির শুভক্ষণে বসে মনে পড়ে মায়ের কথা
সবুজ পাতায় লিখি ছোট্ট চিঠি , " মাগো"..! ভালো আছো তো ...?
প্রজাপতি , ভাটফুল চোখে দেয় মণ্ত্রনা কাজল
দুষ্টু ফড়িংছানা মিনতিতে বলে," ওগো অভিমানী মেয়ে...!
চিঠিটা আমাকে দাও ..ঠিক পেৌঁছে দেবো মায়ের কাছে ...!"
চেতনায় নাড়া দেয় টুনটুনি দোয়েল আর বুণো কবুতর !
ডিজিটাল সময়ের ষ্রোত পেরিয়ে ফিরে যাই বিবেকের পাঠশালায়
সত্তাকে জাগ্রত করে , মায়ের শ্বাশ্বত প্রতিচ্ছবি..!
মননের মাঠে বুণি মা ঋতুর বিশ্বাসী বীজ..
মা যে মা শুধু নয় ....
জীবনের পথে পথে সেই তো ফুটিয়ে দেয় ,
সাহসী বাসনার বর্ণাীল ফুল ...!!!