বৈষম্যের দোলাচলে দুলবো কত আর
ইচ্ছে সুতোর নীল ঘুড়িটা  উড়ছে বারংবার
কোন আকাশে মেলব ডানা কোথায় পাব ঠাঁই
কোন পথটা সঠিক হবে বোঝার উপায় নাই !
ক্ষুধায় কাঁদে গরীব দুখী কেউ দেখি না হায়
সময় জুড়ে অসংগতির বিদ্যুত চমকায় ..|
অট্টালিকার চার দেয়ালে বন্দী বিবেক আজ
মনন মেধা পুড়ছে নিয়ে নষ্ট  কারুকাজ ...
ঘূণপোকারা করছে দখল  শ্বেত পাথরের মন
তাই করি না পরিশুদ্ধির কোনই আয়োজন
যে যার মত চলছি সবাই কেউ তো কারো নই
মিথ্যে দেনা পাওনা নিয়ে  করছি যে হইচই
এমনি করেই হয়তো কখন জীবন হবে শেষ
ফুরিয়ে যাবে সময় যখন কাটবে মোহের রেশ ..!