প্রিয় সুখ , ভ্রমর কাঁটায় ভরা থাক পথ । যদি বলি তুমি এসো, আসবে তো ?
আমার আঙিনা এখন  পাশ্চাত্য সংগীত সুধায় আয়ুস্মতি সারাক্ষণ ! আস্থার অমরতা
নিয়ে রেনেসাঁ দিন যুগলবন্দী সময়ের আহবান জানায় । তুমি এলেই সব বন্ধ্যাত্ব
কেটে যাবে । উৎসাহী মেঘেরা চোখে এঁকে দেবে আরতির কাজল । জেনে রেখো
হৃদ্যতার অনুপ্রবেশে কোন বাধা নেই । গৃহকাতর অনুভূতির আঁতুড় গন্ধে , আমিতো
বুনেই রেখেছি  আরাধনার দ্বিসুতি তাঁতের শাড়ি । রূপকথা শ্লোকের আবেশ মেখে
উর্বরা হৃদয়ের খবর এনো । যাতে ভালবাসার দলিলে নিশ্চিত দস্তখত করতে পারি !