ওই যে আকাশ সাগর পাহাড় বুকে জাগায় প্রতিধ্বণি
তুই বললি ভয় পাস্ না এনে দেবো মুক্তো ..মণি ..
সেই আশাতে থেকেই আমার বুকের বাগান যাচ্ছে পুড়ে
মন মাঝি তুই আমায় ছেড়ে কেমন আছিস অনেক দূরে..??
পুঁইলতাটা ডাগর হলো মিষ্টি হাসে গোলাপ কলি
ইচ্ছে বাতাস দুরন্ত খুব কেমন করে তোকে বলি ..!
ডালিম গাছে ফুল ফুটেছে ফাগুন এলেই কোকিল ডাকে
বৈধ অনুভুতির রঙেই হৃদয় আমার স্বপ্ন আঁকে..
প্রজাপতি দিনগুলি যায় পরিযায়ী পাখির মতো
বুক দেউলে শংখ বাজে ..পালন করি মৌনব্রত
মৌরি বনে অভিসারে গিয়ে ও হঠাৎ থমকে দাঁড়াই
বনপলাশের গন্ধে মেতে গভীর রাতে একলা হারাই
সন্ধ্যাতারার হাতছানিতে দিকবালিকা যেমন সাজে
তোর জন্যই তেমনি সাজি সময় জুড়ে সানাই বাজে
বার্তা নিয়ে বন কবুতর অঙ্গনেতে যখন আসে .
মন দীঘিতে মুখখানি তোর কোন মমতায় তখন ভাসে?
পদ্মপাতার নৌকো বানাই রাঙা পায়ে আলতা পরি
তোকে ভেবেই নীরব রাতে চাঁদকে বুকে আগলে ধরি
অলক খোঁপায় যেদিন দিবি কৃষ্ণচূড়া ফুলটি গুঁজে
ঠিক সেদিনই আমার সকল পাওনা যতো নেবো বুঝে
মনমাঝি তুই সময় হলেই নৌকো ভিড়াস আমার ঘাটে
জানিস না কি তোর অপেক্ষায় দিন ক্ষণ মাস বছর কাটে..??