বিজ্ঞা‌নের আ‌বিষ্কার মোবাইল ফো‌নের খেলা
তার মা‌ঝে ফেসবু‌কে স‌ম্মি‌লিত মেলা।
সত‌্য মিথ‌্যার ছড়াছ‌ড়ি শত প্রফাই‌লে
লাইক ক‌মেন্ট অভাব নাই মিথ‌্যা ভেড়াজা‌লে।


ছে‌লে হ‌য়ে মে‌য়ের না‌মে আই‌ডি একটা খু‌লে
নির্বা‌সিত প্রেমে থা‌কে মনটা কারও ঝু‌লে।
সারারাত্র চ‌্যা‌টিং ক‌রে ভালবাসার স্ব‌প্নে
হঠাৎ দেখা হ‌বে ভে‌বে লুকায় অনুমা‌নে।


ভূয়া নিউজ অভাব নাই ফেসবু‌কের ফিড
বুঝা ক‌ঠিন কে মিথ‌্যা কে হ‌য় স‌লিড।
কেউবা আবার পোস্ট ক‌রে ছ‌বি নিয়‌মিত
লাইক ক‌মেন্টের কম‌তি হ‌লেই মনটা অশান্ত।


‌ফেসবু‌কের অপ্রপ্রয়োগ সবারই তা ক্ষ‌তি
সমাজ নস্ট, দেশ নস্ট সবার দুর্গ‌তি।
কেউবা আবার কেনাকাটার পোস্ট ক‌রে যায় শত
ছ‌বি ভা‌লো দে‌খে তা‌তে আবার মগ্ন অ‌বিরত।


রং তামসার ফেসবুক ছাত্র ছাত্রীর ক্ষ‌তি
মন বাগা‌নে উন্মাদনা এম‌বি থা‌কে য‌দি!
একলা ম‌নের দুঃখ কেউ গোপন কর‌তে চাও?
দু‌টি চো‌খে স্বপ্ন এ‌কে ফেসবুকটা চালাও।
-রম‌্য ক‌বিতা