সুশাসন নেই বলে আজ
চারদিকে চলছে এমন হিংস্রতা,
নগ্ন পথে বিকশিত আজ বিসর্জিত
বঙ্গদেশের মানবতা,


নেই আজ স্বাধীন দেশে
গঠনতন্ত্রের মুখে ন্যায়-অন্যায়
বলার বুলি, লঙ্ঘন বিধিতে
সেজেছে সমাজ চারদিকে
চলছে রক্তের হলি !


শোষকের পদতলে আজ স্বাধীন
বাঙালার সার্বভৌমত্ব হচ্ছে ক্ষুন্ন,
আগ্রাসনের রাক্ষস আজ নির্দোষ
হচ্ছে গণ্য ।।


স্বার্থের ছলে আজ চলছে নীতি
হচ্ছে নিরহ মানুষ বলি, সুশাসন
গেছে দূর ভাগাড়ে মৃত্যুর সাথে চলি !


গড়ে উঠেছে আজ বিরোধী শাসক
হাজার দলে দলে, শাসক নামে
শোষক ম্যাও ম্যাও করে দেশ
গেছে আজ রসাতলে ।


চারদিকে চলছে কতশত অন্যায়
অবিচার, নীতিতে আজ নীতি নেই
বন্দি জনমানব হারিয়েছে ন্যায়-
অন্যায় কথা বলার অধিকার ।।


রক্তের মিছিলে বাঙালি জাতি
সেজেছে আজ নগ্নতার সাজে,
সুশাসন নেই বলে তৈরি হচ্ছে শত-
হাজার নগ্ন হিংস্র ইতিহাসে ।


দুষ্ট শিরোমণি ধমকে আজ বাঙালিরা
ভুলে গেছে স্বাধীনতার স্বৈরাচার বিরোধী
গরজন, প্রতিনিয়ত সুমনোভাব বাঙালী
হারাচ্ছে ভালো-মন্দ বলার বীরত্বের ধরন ।।