নতুন আলো নতুন দিন ফুটবে
আবার কবে, এই যে আবার
রাত পোহালো ভোর কখন
হবে ।।


কবে আবার প্রহর হবে
ভোরের আযান সুরে, পাখিরা
কখন গান গাইবে কিচিরমিচির
করে ।


সূর্য রবি জাগবে কবে নতুন
হাসি হেঁসে, কখন হবে শিশির
সকাল ভিজবে সবুজ ঘাসে !


মোহনা মিশে জাগবে কবে
পদ্মা নদীর দুই কুল, কবে হবে
ভোরের প্রভাত ফুটেবে শিউলি
ফুল ।


গোধূলির প্রহরে ভাসবে
কবে নীল আকাশের ভেলা,
মেঘলা আকাশে কবে ফুটবে
আলো হবে মিলনমেলা !!