যদি ভালোবাসা পাই তবে মায়োকার্ডিয়াম ছিঁড়ে বানিয়ে দেবো ঝলমলে জামা।  
যদি ভালোবাসা পাই তবে আলভিওলাই বুননে রচিত হবে মতিহার মালা।  
যদি আদরে গ্রীবায় টেনে নাও মুখ, মুঠোয় পুরে নেবো সমস্ত জাগতিক সুখ।
যদি সতেরো লক্ষ চুমু খাও, তবে রক্তকণিকায় রক্তজবা হয়ে গেঁথে যাবে তুমি।  


যদি কোন এক মধ্যরাতে ঘুম ভাঙিয়ে বলো "ভালোবাসি খুব"
তবে সব জনমে তোমার জন্যে চাতক হবো।  
যদি দুঃখবিলাসী আমার জন্যে হয়ে উঠে অশ্রুসজল
তবে তোমার উঠোনেই ভরে যাবে আমার সহস্র শিহরণ মেঘদল।  
যদি পড়ন্ত বিকেলে বুভুক্ষুর মতো আদর করো হঠাৎ -
তবে নিমিষেই তোমার উর্বশী জমিনে আদরের জলোচ্ছ্বাস আসবে নেমে।  


যদি শ্রাবণের তুমুল বর্ষণে বলো -
"চলো খেলি জলকেলি"
তবে উত্তাল সমুদ্রের মতোন ভালোবাসার প্রবল স্রোত নিয়ে তোমার হৃৎপ্রকোষ্ঠের গহীন অরণ্যে পাড়ি জমাবো।  


যদি আমার বুকপকেটে তোমার পরিতৃপ্ত মুখের ছবি নিয়ে হাঁটি রাজপথে  
তবে কসম খোদার আমিই একবিংশ শতাব্দীর সবচেয়ে সফল পুরুষ।
যদি এ জনমে তোমার বক্ষস্থল হয়ে উঠে বালিশ,  
তবে আগামী শতাব্দীতেই তোমার গন্ধে ছেয়ে যাবে আমার কবরের মাটি।