এক হাদিসে বর্ণিত
সন্তানের আকীকা কর
জন্মের সপ্তম দিনে,
রাখো তার নাম
যেদিন সে এভুবনে আসে।


শিখাও আদব কায়দা
ছয় বৎসর বয়সে,
ভিন্ন করিয়া দাও বিছানা
নয় বৎসর বয়সে।


নামায না পড়িলে
কর তারে মারপিট,
যখন পরিনত হয়
তেরো বৎসর বয়সে।


বিবাহ করাইয়া দাও
বয়স হয়েছে এমন,
পূর্ণ প্রাপ্ত সময়
ষোল বৎসর বয়সে।


অতঃপর যেন পিতা
পুত্রের হাত ধরিয়া
এই কথা বলে....


আমি শিখাইয়াছি তোমায়
আদব-কায়দা,
দিয়েছি এলেম শিক্ষা
আর করাইয়াছি বিবাহ।


দুনিয়ার যত ফেৎনা
আখেরাতের যত আজাব,
তোমার জন্য আমার হইত
আজ আমি উহা হইতে মুক্ত।


নবীজি যেভাবে বলেছেন
করিতেছি দৃঢ় প্রার্থনা,
আশ্রয় চাই রবের তরে
আমি আরশের ছায়ায়।