রোদেলা দুপুরে
ধান কাটে কৃষাণে,
সময় হয়েছে
ডাল ভাতের রসদে।


বধূ এসেছে মোর
অপেক্ষায় ক্ষেতের আইলে,
মুছে যায় কপালের ঘাম
আঁচলের পরশে।


ভাত বেড়ে খেতে দেয়
সবুজ ঘাসের বিছানে,
বাতাস করে অভাগী
তাল পাতার বিজনে।


জুড়ায়না ডালভাত
এই মৃদু বাতাসে,
তুমি আছো পাশে প্রিয়
পরান জুড়ায় আহারে।