আম্মু আমার ছোট্ট সোনা
চাঁদের মতো মুখ,
মিষ্টি মুখের হাসি দেখে
জুড়িয়ে যায় বুক।


খাবার সময় আম্মু যখন
আদর করে ডাকে,
ছোট্ট সোনা ফুল বাগানে
লুকিয়ে লুকিয়ে থাকে।


দুষ্টু আমার মিষ্টি সোনা
কোথায় গেলি আয়,
খাবার দাবার নষ্ট হলো
বেলা চলে যায়।