এ আমরা কেমন মানুষ?
অন্যের ব্যথায় ব্যথিত না হয়ে
উল্লাসে মেতে উঠি!
এ আমরা কেমন মানুষ?
অন্যের আনন্দে খুশি না হয়ে
হিংসাতে জ্বলে উঠি!


এ আমরা কেমন মানুষ?
অন্যের শান্তি কেড়ে নেওয়ার জন্য
সারাক্ষণ চেষ্টায় থাকি।
এ আমরা কেমন মানুষ?
অন্যকে দুঃখ দিয়ে, নিজেরা-
হৃদয়ে স্বপ্ন আঁকি।


এ আমরা কেমন মানুষ?
স্বার্থের জন্য নিজেরা নিজেরা
করি প্রতিহিংসার লড়াই।
এ আমরা কেমন মানুষ?
ক্ষমতার দাপটে করছি সবে
দুনিয়ায় এতো বড়াই!


এ আমরা কেমন মানুষ?
দুর্বলের প্রতি অত্যাচার করে
ভালো মানুষ'টা সাজি।
এ আমরা কেমন মানুষ?
অর্থের লালসে মনুষ্যত্বকে
বিক্রি করতে হই রাজি।