মাহে রমজান আবার এলো
একটি বছর পরে,
রাখতে হবে রোজা সবার
খোদার খুশির তরে।


ঈমানদারদের কাছে এই মাস
অনেক বেশি প্রিয়,
রোজা পালনের মাধ্যমে
জীবন হবে শ্রেয়।


হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ
মাহে রমজান মাস,
খোদার হুকুম পালন করলে
শয়তান হবে নাশ।


নিজেকে তাই রাখতে হবে
অনেক বেশি সংযত,
সকল ফায়েসা কাজ থেকে
থাকতে হবে বিরত।


আল্লার সন্তুষ্টির জন্য তাই
রাখতে হবে রোজা,
রোজা রাখলে ঝরে যাবে
সকল পাপের বোঝা।


এর প্রতিদান স্বয়ং আল্লাহ
দিবেন নিজের হাতে,
গুনাহ মাফের জন্য দোয়া
চাইবো মোনাজাতে।


রোজার মাসে করি যদি
নিজেদের হেফাজত,
তাহলেই খোদা খুশি হয়ে
দিয়ে দিবেন নাজাত।