বনভূমি পড়েছে ঘুমিয়ে গভীর আধার রাতে
বাঁশের ফালির পর্দাতে
ঢেকেছে মহাকাশকে ।
প্রতি রজনীতে ঢিলে ঢালা কাঁচুলিতে
উন্মুক্ত পেটিকোটের দুয়ারে এলিয়ে মাটির কোলে
ঘুমিয়ে পড়ে নিকষ কালো বনভূমি।
হাওয়ায় ওড়ে পর্দা , চন্দ্রালোক  নেয় দেখে
অতি চুপিসারে চির যৌবনা ঋতুমতী প্রিয় বনভূমিরে ।
অতিদুর মহাকাশের  তারকামালা  সেও রয়না বসে
রয় চেয়ে অতীত হতে বর্তমানে রাতের বনভূমিরে ভালবেসে ।
তার গাঢ় সবুজ স্তন আর শ্যাওলাদামে ঢাকা জঙ্ঘা
মাঝ রাতে আধো খোলাচোখে বনভূমি করে ঠিকঠাক
বিবসনা সবুজাভ লোভনীয় শরীরখানিরে ,
হাত বাড়িয়ে নেয় ঠিক করে সরে যাওয়া বাশফালির পর্দা ।
লোলুপতা নিয়ে কৃষ্ণগহবর ফেলে মুখের লালা
দুরতম গ্রহের ওই যৌবনা বনভূমিরে  মাঙ্গে প্রতি প্রহরে
একদিন ঠিকঠিক এসে যাবে নাগালের মধ্যে
গভীর চুম্বনে সিক্ত করবে অতি কামনার বনভূমিরে
তারপর ঠেলে দেবে নিকষ কালো আধারে
উগ্র কৃষ্ণগহবর খেলবে নিয়ে  তারে নতুন এক খেলা।
সলজ্জ বনভূমি ওঠে শিউরে এইসব অশ্লীল ইশারা পেয়ে  
টেনে দেয় বাশফালির পর্দা সযতনে , সন্তর্পণে ।।
******


২০০৮/”The jungle is sleeping” শীর্ষক  শিল্পী মনিরুল ইসলামের তৈলচিত্র অবলম্বনে