আজ আমার প্রিয় শহর ঢাকাতে  ফিরে যেতে
বড় বেশি ভয় হয় মনে, চাঁদাবাজি আর সন্ত্র্রাসদের হাতে
দেশের বারো কোটি মানুুষ বন্দি আজ।


ওদের কথা মত উঠতে  হবে  বসতে হবে, না মানলে হারাবে জীবন
জন্মভূমিতে মান আর জীবন নিয়ে বাঁচা বড় দায়
কোথায় পায় এতো শক্তি ওরা ?
মাঝে মাঝে ভীষণ প্রশ্ন জাগে।


একদিন মৌচাকের সামনে এক দল বখাটে ছেলে
আমাকে  ধরে বলেছিল, তুই বলে কবি পকেটে কি আছে দিয়ে যা
লাল পানি খেতে হবে মাথাটা ঠিক নেই
চালাকি করবি না ড্রেনে লুকিয়ে রাখব
তোর মরা দেহ কেও খুঁজে পাবে না কোনদিন।


কি আর করা পকেটে যা ছিলো বের করে দিতে হলো
টাকাগুলো নিতে নিতে আমাকে শুনিয়ে দিলো
কিছু লেখবি না আমাদের নিয়ে, লেখলে হারাবে জীবন
এই ঘটনা দেখেছে অনেকেই কিন্তু প্রতিবাদ করেনি কেও।