ছোট ছোট বাঁধাগুলো আমাকে উৎসাহিত করে
অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার
আশে পাশের মানুষগুলোকে চিনে নিতে
সহযোগিতা করে
আমি ভুল পথে আছি কিনা।


আমাকে এগিয়ে যাওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়ায়
তখন আমার মনে হয় আমি ঠিক পথে আছি
আমি ভুল পথে থাকলে ওরা আসতো না
আমাকে বাঁধা দিতে।


আমি আলো খুঁজি- আলোর পথে ছুটে চলি
নিজেকে আলোকিত করি
পৃথিবীটাকে আলোকিত করতে চাই- তবু বাঁধা
বাঁধা এলে আমি উৎসাহিত হই
ছুটে চলি দুর্বার গতি নিয়ে আগামীর পথে।