একদিন ভাবতাম দেশ আমাকে কি দিয়েছে- কি দিয়েছে স্বাধীনতা
মিছে মিছে দিয়েছে এতো গুলো জীবন আমাদের বীর সন্তান
এক মুট অন্ন্য অথবা কর্মের সন্ধান দিতে পারেনি
তবে কেনো এনেছিলে স্বাধীনতা।


টাকা নেই যার কুকুরের মত দূর দূর করে
স্বাধীনতা টাকায় বন্দী অথবা নেতার বুলিতে
বাবার মুত্যুর পর পাইনি টাকার ফাইলটি বন্দী টেবিলে টেবিলে।


এই সব দেশে মাঝে মাঝে মনে হতো
ছিলে ফেলি পতাকা মাত্রচিত্রকে জলে ভাসিয়ে দেই।
আজ পরের দেশে এসে বুঝেছি দেশ আমাকে কি দিয়েছে
কি দিয়েছে স্বাধীনতা।


দেশ ! মানুষকে কি দিতে পারে আজ হাড়ে হাড়ে বুঝেছি
তাই ক্ষমা চেয়ে মাথা নত করি
দেশ আর বীর শহীদের প্রতি, ক্ষমা করো আমাকে।