আমি নদীর জলের মতো ভেসে ভেসে
তোমার কুলে নোংগর ফেলতে
চেয়েছিলাম অনেক বার
কিন্তু পারিনি।


তুমি চিরকাল আমাকে অবহেলার
চোখে দেখে গেল
আমি তো সুখি হতে চেয়েছিলেন
রাখতে চেয়েছিল ঐ হাতে - হাত
কিন্তু কি হলো এসব।


আমি তো কবি সুনীলদার মতো
একশো আট-টি নীল পদ্ম
তোমার পায়ের কাছে রেখে
কতোবার বলেছিলাম
ভালোবাসি
কিন্তু তার কিছুই তো পাইনি আমি।


দীর্ঘ বছর পরে দেখা হলো কাকতালি ভাবে
বিমানের পাশা পাশি সিটে
তুমি আজ ঠিকানা বিহীন কোনো এক
পথো যাত্রী ঠিকানা বিহীন পথ চলা
আমেরিকার থেকে ঢাকার পথে ।


তুমি বলতে পারো আমি দিপবি ভালো আছি
প্রিয়তমা স্ত্রী আদরের দুইটি সন্তান
আমার পথ পানে চেয়ে থাকে
কিন্তু তুমি আজ ঠিকানা বিহীন নাবিক
এমনটা প্রত্যাশা ছিলো না আমার
তবু সুখে থেকো।