ভালোবাসা মানুষকে এতো পরিবর্তন করে
নতুন ভাবে জেনেছি সেদিন
তুমি কত কাছে ছিলে বুকের মাঝে।

চুলের সুভাস নরম শরীর জড়িয়ে ধরে
শুনিয়েছিলে শান্তির গান।

কপালের মাজখানে সবুজ টিপ
ঠোঁটেতে আলপনা মাখানো
শরীরে জরানো ছিলো লাল বেনারশি

অপূর্ব লাগছে তোমার আজ
সেদিন সারা দিন ঘুরেছি তোমাকে নিয়ে
পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তে
আমি সেদিন ছিলাম চিরসুখি।

ভালোবাসা মানুষকে এতো আনন্দ দিতে পারে
তা ভেবেছি কখনো ?
তুমি আমি এক দেহ এক মন।