আজ আমার মরুভূমির নগরে বসোবাস চারিদিকে বালু আর বালু
দেখা হয় না সবুজ ঘাসের সাথে কোনদিন
শুনি না পাখির ডাক ভোর বেলায়।


পরিচিত মুখ হয় না দেখা চোখ মেলে
বাংলা ভাষার কোনো ধ্বনি আসে না কানে
মনে হয় এ জীবন বেঁচে থেকে মরা।


জমে না আড্ডা বাদশা হোটেলে আজিজ মাকের্টে
মতিঝিলে পত্রিকার  অফিসে
দেখি না পত্রিকায় পাতায় তোমাদের লেখার ছড়া ছড়ি
জানি না কেমন আছে তারা,এখনো লেখে না-কি
বেশ ভালোই লাগতো তাদের কবিতা।


আমি আজ বেশ দূরে,তবু ঢাকার রাজ পথে অলি গলি
রাখালের বাঁশি ভোরের কাকাতুয়া
বাতাসে দোল খায় সোনালী ধান কল্পনায় দেখি
জন্ম ভুমি সোনার বাংলা আমাকে এসারায় ডাকে।


মাইকেলের মত আমিও কান পেতে শুনি
সেই সব কল কনে ধ্বনি মধুমতির
নদীর এ-কুল থেকে ও কুলে দিয়েছি পাড়ি
ভোর বেলায়  বাজা বাজি ধরে
সেই স্মৃতি আমাকে কাঁদায় প্রতিদিন।


তার জলে ভেসে ভেসে হয়েছি যুবক
ঠিক,ঠিক,সেই বালু এখনো গায়ে মাখা
বাতাসে দোল খায় কাঁশের ফুল,দুই হাতে জরিয়ে ধরি
তৃষ্ণা মিটায় তার জলে।