তোমরা যে পথে যেতে চাও, চলে যাও
আমি এই বাংলায় রয়ে যাবো
বৃক্ষ আর পাখিদের কোলাহলে
আমি রবো এই বাংলায়।

এখানে নদী আছে, গাঙচিল আকাশে ওড়ে
ভালোবাসায় মাখামাখি
মনে আর মনে।
কীভাবে পালিয়ে যাই এই বাংলা থেকে
আমি রয়ে যাবো এই বাংলায়
নদী আর মাঠ ঘাট ভালোবেসে।

এখানে অতিথি পাখি নিরাপদে থাকে
পাখিদের সাথে পাখিদের কি দারুণ ভালোবাসা
আমি রবো এই বাংলায়
এই বাংলায়।