হাতের তালুতে জীবন রেখে বীরের মতো তুমি
ভাঙিয়ে দিলে ঘুম আমাদের
কীভাবে তোমাকে ভুলি।


শত বাঁধা ফেলে বীরের মতো
ডাক যে দিলে তুমি- আর বসে নয়
বেড়িয়ে এসো
স্বাধীনতা আনিতে হবেই।


বাঙালি সে তো বীরের জাতি
আর কি বসে থাকে
যা ছিলো কাছে-বীরের বেশে
ঝাঁপিয়ে পড়লো শেষে।


আজ আমরা স্বাধীন জাতি
রক্তের দামে কেনা
তুমি এলে তাই স্বাধীন হলাম
তোমাকে যাবে না ভুলা।