তোমাদের শহরে কীভাবে কষ্ট লুকাবো
চারিদিকে কষ্টের ছড়াছড়ি
ফুলমতির মতো আমিও এসেছিলাম
কষ্টকে পায়ে মুছে ফেলে শান্তির পায়রা
উড়াবো আকাশে কিন্তু ...
এখানে শক্ত ইট একের পর এক সাজিয়ে
উঠে গেছে আকাশের দিকে
এখানে নরম মন নেই
যা আছে ছলাকলা।
আমিও সেই ছলাকলার বেড়াজালে পরে আছি
মুক্তি নেই- মুক্তি কি হবে কোনোদিন?
ঝলমল আলোর বাতি ওঠা নামা করে
এখানে সুখ নেই- আড়ালে ছলাকলা
রুপসি নারীর মতো বদলায় রং
আমি সেই ভাবে কষ্ট লুকিয়ে রাখি
আর বাইরের পৃথিবীর মানুষকে দেখায় ভীষণ সুখে আছি।