আমি আজ বড় একা জীবনের চাওয়া পাওয়া কিছু নেই
দিন দিন মরতে বসেছি, বলো এইভাবে আর কত দিন
আমি তো মানুষ ? আমার তো স্বপ্ন থাকতে পারে ?

একদিন বেহুলা স্বামীকে বাঁচাবার প্রত্যাশায়
ভাসিয়েছিলো ভেলা নদীর জলে
তার স্বপ্ন সফল হলো
কিন্তু আমি কি পেলাম।

পুরোনো স্মৃতি আমাকে বেশ কাঁদায়
রমনার বটমুলে বলদা গার্ডেন
আর বাংলা একাডেমির বইমেলা
ঘুরেছি কত হাতে হাত রেখে মধ্য রাতে।

পাখিরা নীড়ে ফেরে, বাধে ঘর যৌবনে
পৃথিবীর আলোকিত বুকে
সবার তো নীড় আছে
ফিরবে একদিন প্রত্যাশা নিয়ে
কিন্তু আমি কি নিয়ে ফিরবো কার কাছে ?