খুব বেশি সম্পাদক চাই না আমি
বেঁচে থাকার জন্য যতটুক
দরকার তার বেশি নয়।

কি হবে এতো সম্পাদ দিয়ে
আমি সৎভাবে বেঁচে থাকতে চাই
চাই সুন্দর জীবন যাপন
যেখানে আলো আর বাতাস লেখা করে।

আবার ফিরে যেতে চাই
তোমার কাছে নিম্পাপ হয়ে
এমন একটা প্রাথনা তোমার কাছে।