মাঝে মাঝে নিজেকে বড্ড একা মনে হয়
খুব বড্ড একা
কে আমার-কার জন্য এতো ব্যস্ত আমি
কাদের জন্য ছুটি দিন থেকে রাত
নিজের সুখ দেখি না
ওদের সুখির দামে আমার কষ্ট বেচি।


ভাবি ওরা সুখি হলে আমি তো সুখি
আলোতে আলোতে বুক ভয়ে যায়
আমি হয় মহা সুখি।


সেই মানুষগুলো কিছুটা কম হলে
কেমন যেনো পরিবর্তন হয়
মনে করে আমি দূরে মানুষ
কিছুই করি না তাদের জন্য
কিন্তু আমার তো একটা সীমাবদ্ধতা আছে?