থমকে দাঁড়িয়েছি অনেকবার
সাহেদ বিপ্লব


থমকে দাঁড়িয়েছি অনেকবার-কোন সিদ্ধান্ত নিতে
অনেক ভেবে হিসাব মিলিয়ে দেখেছি
তারপর সিদ্ধান্ত নিয়ে আশায় বুক বেঁধে
মনে মনে ভেবেছি এটাই বুঝি সঠিক
সিদ্ধান্ত হলো-এতো কাল পর।


সেই সিদ্ধান্ত বছর না ঘুরতেই
সব যখন ভুল প্রমাণ হলো
তখন শেষ সম্পদটুকু হারিয়ে ফেলেছি
আমার বলে কিছু নেই, চারিদিকে অন্ধকার।


তবু ভেঙ্গে পড়িনি-আমার সাহস জুগিয়েছে
আমার হাত পা-চোখ যাকে বলে শরীর
সে আমার দুঃখের সাথী এমন কি সুখের
জন্মের পর থেকে সে আমার সাথে
দুর্দিন দেখে আপন মানুষগুলো পালিয়ে গেলেও
সে পালায়নি আমায় ছেড়ে।