যৌবনে আমাকে মিছিলে যাওয়ার কথা ছিল
সে মিছিল স্বাধীনতার জন্য
জীবন বাজি রেখে রাজপথে রক্ত ছড়িয়ে দিয়ে
হাজার বোনের ইজ্জত বাঁচাতে
আমাকে মিছিলে যাওয়ার কথা ছিল।


যৌবনে আমাকে দেশের কাজে যাওয়ার কথা ছিল
মাকে বাঁচাতে ভাই বাঁচাতে
দেশের একখ- মাটি বাঁচাতে
এ মিছিল মানবতার কল্যাণে
আমাকে মিছিলে যাওয়ার কথা ছিল।


হেলাল হাফিজের মতো রাজপথে আমাকেও
সংসার সাজানোর কথা ছিল
জীবনকে পুরানোর কথা ছিল
আমি তো আমার সুখ দেখে
সব কিছু ছেড়ে দিয়ে ঘুমিয়েছি সুখে
অথচ মিছিলে যাওয়ার কথা ছিল।