জানো প্রেয়সী তোমাকে খুঁজেছি কত, ইস্ যদি পেতাম
ঢাকা শহরের অলি গলি পথে
প্রতি মুহূর্তে তোমার বিস্মিত মুখ
ভেসে উঠে বারবার,
সিডনি থেকে আজ আমি ঢাকার পথে পথে
তোমাকে খুঁজি-যদি পাই, এমন আশায়।

তোমার সাথে কথা বলার নেশায় কয়েন বক্স
দখলে রাখতে কত দিন করেছি মারধর
তোমার সঙ্গে কথা বলতে বলতে
আমার পিছনে দাঁড়িয়ে গেছে লম্বা লাইন
সে দিকে দৃষ্টি নেই
আমি বলে যাচ্ছি আমার মত
মুখ টিপে হেসে গেলো বালিকারা।

ক্ষোভ, হতাশা, অভিমান আর নিঃসঙ্গতা নিয়ে
কত প্রবাসী ফিরেছে, ফিরে গেছে
আমিও তাদের মত একজন
সব হারিয়ে ফিরে গেলাম, জন্মভুমি থেকে।

লাখো দীর্ঘ নিঃশ্বাসের সেতু অতিক্রম করে
আমি তোমার কাছে যেতে পারিনি
রমনা পার্কের টেবিলগুলো
আজ আমার কালের সাক্ষী
দূরের আকাশের দিকে তাকিয়ে
দু’ফোটা চোখের জল ছেড়ে বলি
কি হবে দেশে ফিরে!