প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে আমার চার আঙ্গুলের
কপালটা ভালো করে দেখি খুঁটে খুঁটে
কোথায় রেখছো লুকিয়ে আমার  ভাগ্য রেখা
আর কত পথ পাড়ি দিতে হবে।


তুমি তো বলেছো কষ্ট করো আমি দেবো
তোমার দোয়ারে তুলেছি হাত-তুমি কি কথা রাখো না ?
না-কি চেয়ে নেবার ক্ষমতা আমার নেই।


মাঝে মাঝে ভাবি ভাগ্য রেখাটা উল্টা করে লাগিয়ে দেই
কিন্তু সে তো আমার হাতে নেই- তোমার হাতে।


কি লাভ হলো আমার জন্ম নেবার
কিছুই তো হলো না দেয়া জাতির জন্য- অন্ন্যে অভাবে
সব কিছু ঝরে গেলো মুকুলে
এ জীবন পার করে দিলাম অন্ন্যের সন্ধানে।