আমি আজ আহত পথিক পথের সন্ধ্যানে
নিজুম রাতে যেগে থাকি
যদি মরণ ফাঁকে উকি মারে যুবতি।


কোন দিন যদি ভুল করে আসো
ধীর পায়ে মাটির গাঁয়
দরিদ্র প্রেম কপালে লাল টিপ
হাতে দিবো সোনালি কাবিল।


কি মায়া চোখ দুটি তার
চেয়ে থাকি হাজার বছর
বিছানায় আদরে ফঁস ফাস শব্দে
ঘুম কি আসে ? মনে চায় চলে যায় বহুদূর।


ভোরের কুয়াশায় যুবতীর ঘ্রাণে থমকে দাঁড়ায় হাজার কিশোর
সামন্য ঘরে ছোট কামরাতে আলো জ্বেলে
চুম্বনগুলো মিলিয়ে দিবো শিরায় উশিরায়
নারী পরাজিতো নয়
পরাজীতো নয় পুরুষ।